• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘নতুন করে শুরু করতে চাই’

সংগৃহীত ছবি

শোবিজ

‘নতুন করে শুরু করতে চাই’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২২

দেশের ব্যান্ড সংগীতের অন্যতম রক তারকা সাইদুস সুমন ওরফে বেজবাবা সুমন। জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর গায়ক তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন সুমন। এদিকে গত বছরের শুরুটা ছিল সুমনের জীবনের জন্য ভয়াবহ। অসুস্থ হয়ে দিনরাত বিছানায় পড়ে থাকতেন। এরপর বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বছরের শেষ দিকে তিনি ফিরেছেন কনসার্টেও। খুব শীঘ্রই আবার স্টেজে উঠবেন। মাতাবেন তার ভক্তদের। সুমন তার ফিরে আসার গল্পের কথা জানাতে গিয়ে বলেন, ২০২১ সালের শুরুটা ভয়ানক ছিল। ২৪ ঘণ্টা বিছানাতেই থাকতাম। স্পাইনের জটিলতার কারণে কিছুক্ষণের জন্য দাঁড়াতে অথবা হাঁটতে পারলেও দু-তিন মিনিটের বেশি বসে থাকাটা ছিল অসম্ভব। অসহ্য যন্ত্রনায় তাকিয়ে থাকতে পারতাম না, জ্ঞান হারাতাম। পেইনকিলার ইনজেকশন দিলে কিছুক্ষণের জন্য ঠিক থাকতাম। মার্চ মাসে আমাকে এয়ার এম্বুলেন্সে বিদেশে নেয়া হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। ওই সময়টায় আমার মনের ভেতর সন্দেহ জেগেছিল, আবার দেশে ফিরে আসতে পারবো তো? এই অনুভূতিটা কিছুক্ষণের জন্য ছিল। ওই ‘কিছুক্ষণ’ আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের একটা। আমাদের সবার জীবনেই প্রতিদিন অনেক বড় বড় সমস্যা ঘাড়ে নিয়ে চলতে হয়। কিন্তু সব সমস্যাকে উপেক্ষা করে ঠা্লা মাথায় সামনে এগিয়ে যেতে হবে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমিও হাল ছাড়িনি। এয়ারক্র্যাফট রানওয়ে থেকে ওঠার আগেই মনের ভেতরের সন্দেহটাকে ধ্বংস করেছি। নিজেকেই বলেছি, কীভাবে করবো জানি না কিন্তু আমার আবার যেভাবেই হোক সুস্থ হয়ে ফিরে আসতে হবে। তারপর আমার সুস্থ হতে লেগেছে ১ মাস ১৭ দিন। মে মাসের ২৮ তারিখ আমি ৬ কিলোমিটার টানা হেঁটেছি। ২ ঘণ্টা টানা চেয়ারে বসে থেকেছি। নিয়মিত ফিজিওথেরাপি করে আরও ৪ মাস পর ঢাকা ফিরেছি। ২০২১ সালের শুরুটা ভয়ানক খারাপ হলেও শেষটা কিন্তু ভয়ানক সুন্দর। আবার নতুন করে শুরু করতে চাই।

বাংলাদেশের অন্যতম সেরা বেইজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তার রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads