• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
অভিনয়ে ব্যস্ত সমু চৌধুরী

অভিনেতা সমু চৌধুরী

সংগৃহীত ছবি

শোবিজ

অভিনয়ে ব্যস্ত সমু চৌধুরী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২২

অভিনেতা সমু চৌধুরী। দেশের অভিনয় জগতে যে কজন অভিনেতা তাদের সাবলীল অভিনয় দিয়ে নিজস্ব একটি ধারা তৈরি করেছেন নাটক ও রুপালি পর্দায় তাদেরই একজন তিনি। অভিনীত চরিত্রগুলোতে তিনি এত সাবলীল যে, কখনো কখনো মনে হয় সমুর জন্যই এই চরিত্র সৃষ্টি হয়েছে। কিছুটা অভিমান থেকে মধ্যে অনেকটা সময় এই অভিনেতা অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। সবকিছু দূরে ঠেলে এরইমধ্যে নিয়মিত হয়েছেন এই জাত অভিনেতা। কেমন আছেন সমু চৌধুরী? উত্তরে তিনি বলেন, খুব ভালো। নতুন বছরে ফুরফুরে মেজাজে রয়েছি। অসংখ্য ধন্যবাদ আমার সহকর্মী, নাট্যনির্মাতা, প্রযোজকদের যারা আমাকে এতো ভালোবাসায় ঋণী করেছেন প্রতিনিয়ত। কাজ কেমন চলছে? সমুর উত্তর- ভালো চলছে। ছোট ও বড়পর্দায় বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। প্রায় প্রতিদিনই শুটিং করতে হচ্ছে। ‘বঙ্গবন্ধু’ সিনেমায় আপনি চার নেতার এক নেতা শহীদ কামরুজ্জামানের চরিত্রে রূপদান করছেন-অনুভূতি জানতে চাই। সমু বলেন, সম্মানিত বোধ করছি বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগাল আমাকে এই চরিত্রে নির্বাচিত করায়।

কখনো কখনো শিল্পীদের জীবনে এমন কিছু সুযোগ আসে যা তাকে অমর করে দেয়। তেমনই একটি সিনেমা বঙ্গবন্ধুর বায়োপিক। ঐতিহাসিক এই সিনেমায় আমিও ইতিহাসের অংশীদার হয়ে গেলাম। এর বাইরে কি কাজ হচ্ছে? ‘কথা দিলাম’ সিনেমায় অভিনয় করলাম। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল ইসলাম রকিব। এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় তরুণ থেকে বয়স্ক একজন লাঠিয়াল চরিত্রে অভিনয় করেছি। ছবিতে শক্তিমান অভিনেতা আলী রাজের সহকর্মী লাঠিয়াল আমি।

যে কি-না অন্যায় কম বুঝে ও প্রতিবাদ করতে পারে না। শহীদ রায়হানের ‘মনোলোক’ সিনেমায় কাজ করলাম। খুবই ভালো একটি চরিত্রে দর্শক আমাকে এখানে দেখতে পাবেন। আপনি তো ছোট পর্দার প্রিয়মুখ। নাটকে আপনার ব্যস্ততা কেমন? এ অভিনেতা বলেন, আমার সমু চৌধুরীর হওয়ার পেছনে নাটকই মুখ্য জায়গা। এখন ‘আলো আঁধার’- নামে এটিএন বাংলার জন্য নির্মিত সিরিয়ালে কাজ করছি। নির্মাতা ইতিমধ্যে ১৩ পর্ব শুটিং শেষে জমা দিয়েছেন এটি। পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়তে থাকবে। ‘শুভ রাত্রি’মেগা সিরিয়ালে অভিনয় করছি মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায়। এটি চ্যানেল আই’তে প্রচারিত হওয়ার কথা রয়েছে এ মাসের শেষের দিকে। এর বাইরে ‘এনালগ লাইফ’ শিরোনামে তানভীর হোসেন প্রবালের নির্দেশনায় একটি নতুন নাটকে অভিনয় শুরু করবো আগামী ফেব্রুয়ারি মাস থেকে। আর প্রচার চলতি রয়েছে দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’ সিরিয়ালটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads