• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রাণচঞ্চল বিনোদন অঙ্গন

সংগৃহীত ছবি

শোবিজ

প্রাণচঞ্চল বিনোদন অঙ্গন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২২

নতুন বছরের শুরুতেই জমে উঠেছে বিনোদন অঙ্গন। সরব মঞ্চপাড়া ও ইউটিউব চ্যানেলও। বছরের প্রথম দিন থেকে ৫ দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে ছিল ঐতিহ্যবাহী যাত্রাপালার ঢঙে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রদর্শনী। নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০২তম জন্মদিন উপলক্ষে ১ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও নাচের অনুষ্ঠান। অন্যদিকে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ আয়োজন চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবে ৭০ দেশের ২২০টি চলচ্চিত্র। উৎসবের প্রদর্শনী চলবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল এবং বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপেস্নক্সে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশাপাশি আয়োজন চলছে ঢাকার বাইরেও। মৌলভীবাজারে চলছে ৭ দিনব্যাপী বিজয় ও নাট্য উৎসব। ঢাকাসহ বিভিন্ন জেলার নাট্যগোষ্ঠী এতে নাটক মঞ্চায়ন করছে। নাটক ছাড়াও উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত হচ্ছে বাউল গানসহ সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ও বইমেলা প্রদর্শনী।

বছরের প্রথম দিন ওটিটি প্ল্যাটফরম ‘ঝাক্কাস’-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাদার ইন ল’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, লারা লোটাস, শহীদুল আলম সাচ্চু, প্রাণ রায়সহ অনেকে।

এদিকে নতুন বছরে শুরুতেই শুটিংয়ে নেমেছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। শুটিং করছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। রায়হান রাফির নির্দেশনায় এ চলচ্চিত্রের নাম ‘টান’। এতে বুবলীর বিপরীতে আছেন অভিনেতা সিয়াম আহমেদ। প্রথমবারের মতো সিয়াম এবং বুবলী জুটি বাঁধলেন। বসে নেই টেলিভিশন নাটকের শিল্পীরাও। নতুন বছরের শুরুতে শুটিং করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ৪ জানুয়ারি মাহমুদুর রহমান হিমি পরিচালিত ভালোবাসা দিবসের জন্য নির্মিত নাম ঠিক না হওয়া একটি নাটকে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

বছরের দ্বিতীয় দিনে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান। নিজের গল্পে ফিল্মটি নির্মাণ করবেন মো. পারভেজ আমিন। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

বছরের প্রথম দিন নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আলোচিত কণ্ঠশিল্পী মনির খানের ‘অঞ্জনা’ সিরিজের গান ‘আমর স্বপ্ন পুড়ে ছাই হয়েছে’। প্লাবন কোরেশীর কথায় গানটির সুর করেছেন মনির খান ও প্লাবন কোরেশী।

নিরব ও স্পর্শিয়াকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলকিরণ’। এইচ আর হাবিব পরিচালিত এ চলচ্চিত্রের ফার্স্টলুক উন্মোচিত হয়েছে ২ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয়।

গত বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া মীর সাব্বিরের প্রথম পরিচালনার সিনেমা ‘রাত জাগা ফুল’ বেশ সাড়া ফেলেছে চলতি সপ্তাহে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্যমতে চলতি মাসে আলোর মুখ দেখবে আরও কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে ১৪ জানুয়ারি এইচ আর হাবিবের চলচ্চিত্র ‘ছিটমহল’, ২১ জানুয়ারি ‘তোর মাঝে আমার প্রেম’, ‘অবাস্তব ভালোবাসা’ ও ‘মুখোশ’। ২৮ জানুয়ারি মুক্তির লাইনে আছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads