• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
দৌড়- দ্য ট্রেন্ডি

সংগৃহীত ছবি

শোবিজ

দৌড়- দ্য ট্রেন্ডি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২২

পাশাপাশি দুটো বাড়ি। একটি বাড়ির নাম রোকেয়া মঞ্জিল, অন্যটি শান্তিকুঞ্জ। দুই বাড়ির মালিকের নাম রোকেয়া রহমান ও শরাফত হাসান। একসময় এ দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও, এখন তা শুধুই অতীত। দুজনের মধ্যে এমনই দা-কুমড়ার সম্পর্ক যে দেখা হলেই ঝগড়া বাধে। শান্তিকুঞ্জের ভাড়াটিয়া বাদল, আনিস, বিটু রোকেয়া মঞ্জিলের ভাড়াটিয়া জরি, তানি ও সাদিয়া। এদের মধ্যেও অবিরাম ঝগড়া চলতে থাকে। তাদের সঙ্গে যোগ দেয় ওসমান, বিউটি, মতলব। স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকা শহরে আসা মানুষগুলো একে একে জড়িয়ে যায় এই শহরের মায়ায়। অথচ এই শহরে তাদের সবসময়ই দৌড়ের ওপর থাকতে হয়। ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’। জাকির হোসেন উজ্জ্বল রচিত এ নাটক পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এ নির্মাতা বলেন, ‘সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল বানানোই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কী ক্ষতি হলো তা ভাবার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা কাণ্ডকারখানা নিয়েই নাটকটির মূল কাহিনি।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মারজুক রাসেল, শামীমা নাজনীন, ওলিউল হক রুমি, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা ইসলাম, জামিল হোসাইন, মিলন ভট্ট, ফারজানা রিক্তা, স্বর্ণলতা, সিয়াম নাসির, আয়েশা নাফিসা, নুসরাত, জান্নাত রুহি, সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, জামাল রাজা, হারুন রশিদ, হানিফ পলোয়ান, বেলাল আহমেদ মুরাদ, সাজু আহমেদ প্রমুখ। মিড ইন্টারপ্রাইজ প্রযোজিত নাটকটি সপ্তাহের শনি, রবি ও সোমবার একই সময়ে প্রচার হবে দীর্ঘ এই ধারাবাহিক নাটক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads