• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খল চরিত্রে দীপা

সংগৃহীত ছবি

শোবিজ

খল চরিত্রে দীপা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২২

“এ দেশের পুরুষতান্ত্রিক মানসিকতা এমন যে, একজন মেয়ে সমাজে ‘ডমিনেট’ করবে-এটা তারা পছন্দও করে না, এমনকি মেনেও নিতে চায় না। তাই এ চরিত্রে তাদের চিরাচরিত নেতিবাচক রূপেই উপস্থাপন করা হয়। এমন অভিনয়ের খুব একটা উন্নতিও হয় না যেমন, তেমনি দর্শকের কাছেও জনপ্রিয় হয় না। যদি যথাযথভাবে উপস্থাপন করা যায় তাহলে অবশ্যই নারী ভিলেনও জনপ্রিয় হবে।”

বক্তব্যটি ক্যারিয়ারের দীর্ঘ বাইশ বছর পেরিয়ে আসা অভিনেত্রী দীপা খন্দকারের। মো. ইকবালের ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রে মিশা সওদাগরের সঙ্গে খল চরিত্রে অভিনয় প্রসঙ্গে ‘ভিলেন চরিত্রে নারীর জনপ্রিয়তা’ বিষয়ে বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা এমন টাইপের-তারাই খল চরিত্র হিসেবে নারীকে দাঁড়াতে দেয় না। নির্মাতারা তাকে এমনভাবে উপস্থাপন করেন- যাতে চরিত্রটি না দাঁড়ায়, জনপ্রিয়তা না পায়। চিত্রনাট্য অনুযায়ী চরিত্রটির উপস্থাপন করা হয় না। ভিলেন বলতে যেটা বুঝি, সেটাই দেখানো হয় না। শুধু পারিবারিক চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। এখানে খল চরিত্রে নারীকে ভুলভাবে উপস্থাপন করা হয়। এটা আমাদের দেশেই দেখা যায়।’

কিন্তু তারপরও কেন এই খলচরিত্রে আসা? উত্তরে দীপা খন্দকার বললেন, ‘আসলে চরিত্রটি পছন্দ হওয়াতেই তাতে অভিনয় করি। বিষয়টা হচ্ছে, এতে আমার অভিনয়ের বড় সুযোগ থাকাতেই কাজটি করি। আমি তো শুধু চেহারা দেখাতেই অভিনয় করব না। সেই সময়ও নেই।’

সত্যিই কি চলচ্চিত্রেও নিয়মিত হচ্ছেন? দীপার জবাব, ‘যদি ভালো নির্মাতা, ভালো চরিত্র ও গল্প পাই তাহলে চলচ্চিত্রেও নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। সেটা দুই বছর গ্যাপ দিয়ে হোক বা পাঁচ বছর গ্যাপ দিয়ে। কারণ, আমার কাছে আমার পরিবারই প্রথম। পরিবারকে সময় দিয়ে যেটুকু সময় পাব সে সময়টিতেই অভিনয়ে থাকতে চাই।’ তার মানে ঢাকাই চলচ্চিত্রে ক্যারেক্টারিস্টিক অভিনয়ের ফাঁকা জায়গাটির জন্য আগামীতে দীপা খন্দকার একটা বড় সুফল বয়ে আনতে যাচ্ছেন।

প্রসঙ্গত, জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ (২০১৮) নামের কলকাতার ছবির মাধ্যমে চলচ্চিত্রে দীপা খন্দকারের আগমন। প্রথম চলচ্চিত্রেই নিজের অভিনয় নৈপুণ্যে তাক লাগিয়ে দেন।

একে একে কাজ করেন ‘পায়ের ছাপ’, ‘রিভেঞ্জ’, ‘মনোলোক’ ও ‘মুনা’ চলচ্চিত্রে। এ অবস্থায় নতুন বছরে নতুন কোনো কাজ দিয়ে শুরু করতে যাচ্ছেন এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন- “নতুন বছরে কাজ এখনো শুরু করিনি। চলতি মাসের ৭ তারিখে নতুন ছেলে জুয়েলের হলিজান নামের ওয়েব সিরিজের শুটিং আছে। গত ৩১ তারিখ এর শেষ শুটিং করি। একই তারিখে আরেকটি হরর থ্রিলার ‘মুনা’র শুটিং শেষ করলাম। ধারাবাহিক ‘গুলশান এভিনিউ-২’ নিয়েও শুটিং আছে। নাগরিক টিভিতে রান্নার অনুষ্ঠান করছি। এইতো।”

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads