• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘মন প্রাণ দিয়ে কাজ করে যেতে চাই’

সংগৃহীত ছবি

শোবিজ

‘মন প্রাণ দিয়ে কাজ করে যেতে চাই’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২২

চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঢাকাই চলচ্চিত্রের নতুন এ নায়ক শুরু থেকেই দাপট দেখাচ্ছেন। মূলধারার বাণিজ্যিক ছবির সঙ্গে, ইতোমধ্যে দুটি শিল্পভিত্তিক সিনেমায় কাজ করে দর্শকের মন জয় করে নিয়েছেন। দিনকে দিন তার কাজের পরিধি বেড়েই চলেছে।

‘পোড়ামন টু’ সিনেমায় তার অভিনয় দেখে দর্শকদের একটুও মনে হয়নি তিনি নবাগত নায়ক। সিনেমার স্বল্প সময়ের ক্যারিয়ারেই ‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। কেমন আছেন অগণিত তরুণীর এই স্বপ্নের নায়ক? সিয়াম বলেন, খুব ভালো আছি। ঈদে তো আপনার ‘শান’ ও ‘পাপপুণ্য’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে? এ নায়ক বলেন, বছরজুড়েই আমরা রুপালি পর্দায় নতুন নতুন সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হই। কিন্তু ঈদে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আনন্দ অন্যরকম। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ ও এম এ রহিম এর ‘শান’- এ দুটি সিনেমা নিয়ে আমি আশাবাদী। আমার ভক্তদের জন্য ছবি দুটি হলো ঈদ উপহার।

সিনেমা দুটির গল্প ও প্রেক্ষাপটে একদম আলাদা। দুটি ছবিতে কাজ করেই আনন্দ পেয়েছি। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। ঢালিউড কিং শাকিব খানের সিনেমাও মুক্তি পাচ্ছে ঈদে। প্রতিযোগিতা কেমন হবে বলে মনে হয়? সিয়াম বলেন, কম্পিটিশনের বিষয়টা থেকে বড় বিষয় হচ্ছে নতুন ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। শিল্পের এই সংকটময় সময়ে যেসব প্রযোজক-পরিচালক তাদের সর্বস্ব বাজি রেখে নতুন নতুন সিনেমা নির্মাণ করছেন তারাই প্রকৃত সিনেমা প্রেমিক। এটা একটা যুদ্ধ বলা যায়। সংকটময় মুহূর্তে তারা মাঠ ছেড়ে যাননি। বরং ভালোবেসে যুদ্ধ করে যাচ্ছেন। আর যুগে যুগে সুপারস্টাররা ছিলেন, আছেন ও থাকবেন। তাই বলে নবীনদের উত্থান হবে না সেটা তো নয়। তারকাদের দেখানো পথ অনুসরণ করেই নবীনরা তাদের কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। শাকিব ভাই আমার খুব পছন্দের মানুষ, দেশের শীর্ষ নায়ক। আশা রাখি দুজনের সিনেমাই দর্শক দেখবেন।

রুপালি পর্দার পাশাপাশি ওটিটিতেও সিয়াম নিজের গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ওয়েব ফিল্ম ‘টান’ এ তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সিনেমার মানুষেরা আপনাকে নিয়ে অনেক আশাবাদী। অনেক দূর এগিয়ে যাবেন বলেই মনে করেন তারা। আপনি কি ভাবছেন? সিয়াম বলেন, সিনেমাকে ভালোবেসেই কাজ করে যাচ্ছি। এটা একটা জার্নি। উত্থান-পতন, ভালো-মন্দ সবকিছুই ছায়ার মতো চলে। কখনো ছন্দপতন আবার প্রবল উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া- এটা সিনেমার নিত্যদিনকার ইতিহাস। আমি মন প্রাণ দিয়ে কাজ করে যেতে চাই। সব শ্রেণি-পেশার অভিনেতা হতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads