• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নতুন ছন্দে ছন্দা

সংগৃহীত ছবি

শোবিজ

নতুন ছন্দে ছন্দা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন ২০২২

জেনে শুনে বুঝেই অভিনয়ে আসেন গোলাম ফরিদা ছন্দা। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্বে। বিশ্ববিদ্যালয়ের জীবনে মঞ্চে অভিনয় করেছেন ‘ডলস হাউস’, ‘ম্যাকবেথ’, ‘ইডিপাস’ এর মতো বিখ্যাত নাটকে। ছোটপর্দায় ক্যারিয়ারের দুই দশকে শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘অর্পিতা’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে তার অভিনয়  দর্শকদের বিমোহিত করে চলেছে। যদিও ইদানীং চরিত্রের গুরুত্ব বুঝে কাজ করছেন। গড়পড়তা কিংবা অনুরোধের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। দীর্ঘ দিনের গড়া ইমেজকে সস্তা জনপ্রিয়তায় ছোট করতে চান না। সব মিলিয়ে কেমন আছেন? ছন্দা বলেন, ভালো আছি। ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ত কি নিয়ে এখন? এ অভিনেত্রী বলেন, এখন ধামরাইতে আছি। বিটিভির নির্মাণাধীন একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। তাছাড়া ‘মাশারাফি জুনিয়র’ ধারাবাহিকের শুটিং চলছে।

গুণী নির্মাতা সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘স্লা প্লায় কাজ করছি। এস এম সালাউদ্দিনের নির্দেশনায় ‘কাজল রেখা’ ধারাবাহিকের কাজ করছি। খণ্ড নাটকের চাইতে আপনাকে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়। এর কারণ কি? ছন্দার উত্তর- সিঙ্গেল নাটকের চেয়ে ধারাবাহিকে কাজ করতে অন্যরকম ভালোলাগা কাজ করে। পুরো ইউনিট খুব মজা করে কাজ করা যায়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে অন্যরকম ভালোবাসা গড়ে ওঠে সবার মাঝে। রুপালি পর্দায় তো মাঝে মাঝে আপনার উপস্থিতি দেখতে পাওয়া যায়। সিনেমা কি করা হচ্ছে নতুন? ছন্দা বলেন, সত্যি বলতে ধারাবাহিকে কাজ করার পর সময় পাওয়া মুশকিল। সিনেমার জন্য আলাদাভাবে সময় বের করা হয়ে উঠে না। তবুও বড় পর্দার প্রতি একটা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা থেকেই ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমাটিতে কাজ করলাম। এর পরিচালক মুশফিকুর রহমান গুলজার। ‘কোনো এক কালে’ নামের নতুন সিনেমায় কাজ করলাম। এ দুটি সিনেমায় কাজ করতে গিয়ে খুবই ভালো লেগেছে। এই দুটি সিনেমায় নতুন এক ছন্দার দেখা মিলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads