• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিশেষ নাটকে সজল ও মম

সংগৃহীত ছবি

শোবিজ

বিশেষ নাটকে সজল ও মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২২

টিভি নাটকের চাহিদাসম্পন্ন জুটি আবদুন নূর সজল ও জাকিয়া বারী মমকে নিয়ে ঈদের বিশেষ একটি নাটক নির্মাণ করলেন খ্যাতিমান পরিচালক ফেরদৌস হাসান। ‘বন্ধু বলে কিছু নেই’ শিরোনামের এ নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন ফেরদৌস হাসান।

তিনি বলেন, ‘আসলে আমাদের যারা কাছের মানুষ, তারাই তো আমাদের বন্ধু। কিন্তু কাছের মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। দূরের মানুষ সে সুযোগ পায় না। তাহলে আমরা যাদের বন্ধু মনে করি তারা কি আসলে বন্ধু? মা-বাবা ও ভাই-বোন-বন্ধু এই সম্পর্কগুলো খুব পবিত্র। অদ্ভুত ব্যাপার হলো, লেখাপড়া শেখা, ভালো চাকরি করা একজন মানুষ তার মনটা বড় করতে পারছে না, ঈর্ষামুক্ত হচ্ছে না। এটাই নাটকের মূল গল্প। সজল এবং মম দুজনই অসাধারণ অভিনয় করে। যারা ভালো অভিনয় করে তাদের নিয়ে কাজ করতে কষ্ট কম হয়।’

সজল বলেন, ‘রানা ভাই অনেক গুণী নির্মাতা। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখি আমি। আমি ভীষণ ভক্ত তার লেখার এবং সংলাপের। এবারের কাজটিও অন্যরকম একটি কাজ যাতে একটি বার্তা আছে। মম আমার খুব প্রিয় একজন অভিনেত্রী এবং একজন মেধাবী অভিনেত্রী। আমরা যখনই যে কাজটি করি না কেন, আমাদের মধ্যে এত চমৎকার বোঝাপড়া যে, কাজটি অন্যরকম একটি মাত্রা পায়। আশা করছি, এ কাজটিও ভালো লাগবে।’

মম বলেন, ‘শ্রদ্ধেয় ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় কাজ করে তার সম্পর্কে কিছু একটা বলা আমার জন্য কঠিনই বৈকি। আমার অভিনয় জীবনের শুরুর কিছুদিন পর রানা ভাইয়ের নির্দেশনায় অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি। অভিনয়ের জন্য সংলাপ সঠিকভাবে উচ্চারণ করে যথাযথভাবে বলাটা যে, কতটা জরুরি তা তিনি সবসময়ই বুঝিয়ে বলেছেন, গুরুত্ব দিয়েছেন। অনেক দিন পর কাজটি ভীষণ আন্তরিকতা নিয়ে করেছি, উপভোগ করেছি কাজটি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads