• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাজু চাকলাদারের ‘জিকির’

সংগৃহীত ছবি

শোবিজ

রাজু চাকলাদারের ‘জিকির’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২২

হালের জনপ্রিয় সংগীতশিল্পী রাজু চাকলাদার। সমপ্রতি মুক্তি পেয়েছে এই শিল্পীর নতুন মিউজিক ভিডিও ‘জিকির’। গানটি ‘ধর্মের কল’ অ্যালবামের অন্তর্গত। কাওয়ালী ফিউশান ঘরানার গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরারোপ করেছেন রাজু চাকলাদার নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন খ্যাতিমান সংগীতশিল্পী রোকন ইমন এবং  মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহদী হাসান চাকলাদার। গানটি রাজু চাকলাদার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নতুন গান প্রসঙ্গে রাজু চাকলাদার বলেন, গীতিকাব্যে কোরআন ও হাদিসের রেফারেন্সসমূহ সৃষ্টি ও স্রষ্টার আপেক্ষিকতাকে বোধগম্য মাত্রাযুক্ত করেছে। সৃষ্টিকে স্রষ্টার মুখাপেক্ষী হবার আহ্বান জানিয়েছি গানে গানে, সুরে সুরে। আশা করছি, গানটি শ্রোতাদের মারফতি জজবা উদ্ভাসিত করবে। গানটির সংগীত পরিচালক রোকন ইমন বলেন, রাজু চাকলাদার সুরকার হিসেবে খুবই গোছানো, গীতিকাব্যে থাকে বৈষয়িক স্বাতন্ত্র্য, গায়কীও দুর্দান্ত। কাওয়ালী ও ক্লাসিকালের চমৎকার একটি ফিউশান গান জিকির। গানটি নিশ্চয়ই শ্রোতামহলে সাড়া ফেলবে। জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গানটি প্রসঙ্গে জানান, জিকির গানটি আমি শুনেছি। মনে শিহরণ জাগানিয়া কথা-সুর এবং রাজু চাকলাদার গানটি দরদ দিয়ে গেয়েছে। খুব ভালো একটি গান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads