• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার

সংগৃহীত ছবি

শোবিজ

দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০২২

ইন্তেখাব দিনার- মঞ্চ, টিভি, সিনেমার দাপুটে অভিনেতা। অভিনয়ের শুরুটা হয়েছিল তার মঞ্চনাটক দিয়ে। ১৯৯৭ সালে গাজী রাকায়েতের রচনায় ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় বিপাশা হায়াতের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে ইন্তেখাব দিনারের যাত্রা শুরু হয়। মূলত দিনার তখন মঞ্চনাটকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কিন্তু গাজী রাকায়েতের প্রবল আগ্রহে দিনার ‘গোর’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে ১৩ জন পরিচালকের পরিচালনায় নির্মিত বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটকে ‘বন্ধন’ অভিনয় করে মূলত আলোচনায় আসেন ইন্তেখাব দিনার। এরপর থেকে আজ অবধি অভিনই করে যাচ্ছেন। দীর্ঘ দুই যুগের অভিনয়ের দুনিয়ায় পথচলায় তিনি নিজেকে পরিণত করেছেন এ দেশের কোটি কোটি মানুষের দর্শকপ্রিয় অভিনেতা, নিজেও নিজেকে অভিনয়ে পরিপূর্ণ করে তোলার চেষ্টায় মত্ত প্রতিনিয়ত। ইন্তেখাব দিনার অভিনীত বহু দর্শকপ্রিয় নাটক রয়েছে। সিনেমার দুনিয়ায় তার পথচলা শুরু হয় প্রয়াত বাদল রহমান পরিচালিত ‘ছানা ও মুক্তিযুদ্ধ’তে অভিনয় করে। সিনেমাতেও তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। তবে নাটক বা সিনেমা দিয়ে নয় বরং ওটিটির উত্থানে আলোচনার টেবিলে এখন ইন্তেখাব দিনার। টিভি নাটকের দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে সমপ্রতি বেশ কয়েকটি ওয়েব কনটেন্ট দিয়ে তুমুল প্রশংসিত এই অভিনেতা। সর্বশেষ সংযোজন ‘কারাগার’। যেটা মুক্তি পেয়েছে হইচই অ্যাপে। এতে জেলারের ভূমিকায় বাজিমাত করেছেন দিনার। বড়পর্দায় ভিলেনরূপে হাজির হচ্ছেন গুণী এই অভিনেতা। সিনেমার নাম ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল। এতে খলনায়কের চরিত্রে দেখা যাবে দিনারকে। ইতোমধ্যে ট্রেলারে নিজের ব্যতিক্রমী ভূমিকার ঝলক দেখিয়েছেন।

এই ধরণের চরিত্রে কাজের স্বপ্ন ছোটবেলা থেকেই দেখছেন ইন্তেখাব দিনার। আর যাকে দেখে মনে তার স্বপ্নের চারা গজায়, তিনি কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। বিষয়টি নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশকিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। একমাত্র তার সিনেমাই স্কুল পালিয়ে দেখতাম। তখন থেকে মনে স্বপ্ন ছিল, এই ধরনের চরিত্র যদি আমি কখনো পর্দায় করতে পারি। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা এবং রঞ্জনদা (প্রযোজক)। এই ছবিতে অনেকটা ওই ধরনের একটি চরিত্র আছে, কতটুকু করতে পেরেছি আমি জানি না। দর্শক ভালো-মন্দ বিচার করবেন।’

 উল্লেখ্য, ‘বীরত্ব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নবাগত সালওয়া। অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পিংপং এন্টারটেইনমেন্ট।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads