• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঝলক দেখাবেন সালওয়া

সংগৃহীত ছবি

শোবিজ

ঝলক দেখাবেন সালওয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০২২

সিনেমা অনেক বড় ক্যানভাস, মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে বড়মাধ্যম। সংস্কৃতির সবচেয়ে বড় ক্ষেত্র। ভালো সিনেমার মাধ্যমে সমাজ গঠন করা যায়। এখানে অনেক দায়িত্ব রয়েছে। ছোটবেলা থেকে আমি সালমান শাহের অন্ধ ভক্ত। তার একেকটি সিনেমার গান যে কতবার দেখেছি ঠিক নেই। তাই আমি ঠিক করেছি সিনেমা ছাড়া কিছুই করবো না। একান্ত আলাপচারিতায় এভাবেই কথাগুলো বলছিলেন নিশাত নাওয়ার সালওয়া, যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে প্রথম রানার্স আপ হয়ে শুরুতেই সিনেমার মাধ্যমে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। সালওয়া চারটি সিনেমায় কাজ করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায়। ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বীরত্ব’।  এ বিষয়ে সালওয়া বলেন,

আমার অনুভূতি অসাধারণ। আমরা যারা নতুন কাজ করছি তাদের প্রতি দর্শকের একটা প্রত্যাশা থাকে। আশা করি, দর্শকের সে চাওয়া পূরণ করতে পারব। ১৬ সেপ্টেম্বর আমার ফিল্ম মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে। অন্যরকম অনুভূতি। ভয়ও লাগছে, কারণ প্রথমবার প্রত্যাশা অনেক বেশি, কেমন করলাম। সিনেমা মুক্তির পর বাকিটা বুঝতে পারব। ক্যারিয়ার নিয়ে ভাবনা কি? এই তারকা বলেন, ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পর কখনো পরিকল্পনা ছিল না আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসব। মূলত ভালো লাগা থেকে কাজ করা। চারটা সিনেমায় কাজ করেছি, নতুন কোনো কাজে হাত দিইনি। কারণ আমি চাচ্ছিলাম, আমার পারফরম্যান্স কেমন হলো এটা দেখি। নিজের কাজগুলো ভালো হচ্ছে কিনা এটা দেখার একটা তাগিদ থাকে। সিনেমা মুক্তি না পেলে তো আসলে বোঝা যায় না দর্শক আমাকে কীভাবে নিচ্ছে আর আমি কেমন কাজ করছি। অপেক্ষা করছিলাম আমার এক-দুইটা সিনেমা মুক্তির জন্য। তার পরই সিদ্ধান্ত নেব কী করব। যদিও আমার মনে হয় পরিকল্পনা মতো আমাদের জীবনে সবকিছু হয় না। অনেক সময় আমরা পরিস্থিতির কারণে কিছু সিদ্ধান্ত বদল করি কিংবা নতুন সিদ্ধান্ত গ্রহণ করি। ওটিটিতে দর্শক আপনাকে কবে দেখতে পাবে? এখন আমাদের দেশে ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। আমি অবশ্যই এখানে কাজ করব, তবে শুরু থেকেই চাচ্ছিলাম বড়পর্দায় আগে আমার অভিষেক হোক। অন্য দেশেও আমরা দেখতে পাচ্ছি অনেক বড় তারকারাই ওটিটিতে কাজ করছেন এবং সেগুলো দর্শকের কাছে জনপ্রিয়। আমার পরিকল্পনাও এমনই, আগে অভিষেক হোক এরপর অন্য মাধ্যমেও কাজ করব। যোগ করেন সালওয়া।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads