• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’

প্রতিনিধি পাঠানো ছবি

শোবিজ

বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২২

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রেরর জন্য নির্মিত হচ্ছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’। শুক্রবার (২১ অক্টোবর) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। চট্টগ্রাম সিটির নজুমিয়ার হাট, আম বাগান,
শাজাহান ফিল্ডসহ বিভিন্ন মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে।মফস্বল পটভূমিতে রচিত নাটকটিতে বিভিন্ন সামাজিক সমস্যা, গ্রাম্য রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-পরিণয়, আনন্দ-বিষাদ ইত্যাদি তুলে ধরা
হচ্ছে।


রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করছেন আব্দুল্লাহ আল মামুন। চিত্রগ্রহণে রয়েছেন হাসিবুর রহমান ও এমএম সালাউদ্দিন। কারিগরী সহায়তায় রয়েছে দৃশ্যছায়া। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, রফিউল কাদের রুবেল, আশরাফুল করিম সৌরভ, অহনা, শ্রেয়শী ¯্রােতস্বিনী, তানবীর পিয়াল, রিতুপর্ণা সেনগুপ্ত, আব্দুর হাদী, মোহাম্মদ ফোরকান, আবুতাহের সায়মন, ইউনুস রানা, মাইশা, মোহাম্মদ আলী প্রমুখ।


উল্লেখ্য, এর আগে রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থেকে প্রচারিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘করপোরেট’ দারুন সাড়ে ফেলেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads