• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ব্রাজিলে বাঁধ ধসে মৃত বেড়ে ৩০০

ব্রাজিলে বাঁধ ধসে মৃত বেড়ে ৩০০

ছবি : ইন্টারনেট

দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে বাঁধ ধসে মৃত বেড়ে ৩০০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাজিলের পূর্বাঞ্চলে লোহার খনির বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বাঁধ ধসের পর এক সপ্তাহ পার হলেও নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় তাদেরও মৃত বলে ধারণা করছে কর্মকর্তারা। খবর বিবিসি ও সিএনএন।

বাঁধ ধসের কারণে অন্তত ৩০০ ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাদের সবাইকে মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে, গত শুক্রবার এমনটাই জানান কর্মকর্তারা। যদিও গত বৃহস্পতিবার পর্যন্ত ১১০ জনের মৃত্যু ও ২৩৮ জনের নিখোঁজের বিষয়টি নিশ্চিত ছিল। তবে শুক্রবার রাতে কর্মকর্তারা জানান, নিখোঁজদের মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে যারা নিখোঁজদের জীবিত থাকার আশা ক্ষীণ। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে। এই খনি ধসের ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। এরমধ্যে তিনজনই কোম্পানিটির কর্মকর্তা। তারা পরিবেশগত ছাড়পত্র নেওয়ার দায়িত্বে ছিলেন। ভ্যালি লৌহ এবং নিকেল উৎপাদনকারী বৃহত্তর একটি কোম্পানি। ধসের পর কোম্পানিটি জানায়, তদন্ত চলছে। কোম্পানির প্রেসিডেন্ট ফেবিও এস বলেন, দুর্ঘটনাটি খুবই দ্রুত ঘটে। এ কারণে হয়তো সতর্কীকরণ ঘণ্টা স্বয়ংক্রিয় হওয়ার সময় পায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads