• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ শ্রমিকের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০২০

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের তাগুই শহরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রমিক ছিলেন।  

স্থানীয় সময় বুধবার ব্রাজিলের পূর্ব-দক্ষিণাঞ্চলের তানগুয়াই শহর থেকে ৩৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

আল-জাজিরার খবরে স্থানীয় পুলিশের বরাতে বলা হয়েছে, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বেশ কয়েকজন আহত হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় এক টেলিভিশনের খবরের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, ঘটনাস্থলে আরো বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সাটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads