• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

টালিউড

এবার জয়ার ‘বিজয়া’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০১৮

কলকাতার পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া আহসান। ছবিতে পদ্মা হালদার নামে বিধবা হিন্দু নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মুসলিম যুবক নাসির আলীর প্রেমের ছোঁয়ায় বিধবা থেকে সধবা রূপে ফিরে এসেছিলেন জয়া। বাংলাদেশ ও কলকাতার সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের টানাপড়েন দারুণভাবে পর্দায় দেখিয়েছেন কৌশিক গাঙ্গুলী। ‘বিসর্জন’ ছবিটি ছিল দারুণ প্রেমের গল্পের ছবি। যে প্রেম মানে না কোনো সীমান্ত, মানে না কোনো ধর্ম।

এবার নির্মিত হতে যাচ্ছে ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল। নাম ‘বিজয়া’। এ ছবির মাধ্যমে আবারো পর্দায় আসতে যাচ্ছেন পদ্মা হালদার, নাসির আলী, গণেশ মণ্ডল। বুধবার সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী, জয়া আহসান, আবির চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রতসহ অনেকে।

সুপর্ণকান্তি করাতি নিবেদিত ‘বিজয়া’ ছবিটির প্রযোজনা করছে অপেরা। আর পরিচালক হিসেবে থাকছেন কৌশিক গাঙ্গুলীই। ছবির সঙ্গীতায়োজন করবেন রণদীপ। তবে প্রয়াত কালিকা প্রসাদের প্রতি শ্রদ্ধাস্বরূপ সঙ্গীত পরিচালক হিসেবে তাকেই রাখা হয়েছে।

এবারের পূজায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অভিনেত্রী জয়া আহসান আশা করছেন, ‘বিসর্জন’ ছবির মতো ‘বিজয়া’ ছবিটিও সবার মন ছুঁয়ে যাবে।

পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, ‘বিসর্জন’ ছবিতে কলকাতার নাসিরের জন্য বাংলাদেশের পদ্মার ভূমিকা দেখানো হয়েছিল। এবার সেই পদ্মার জীবনে কলকাতার মানুষের ভূমিকা দেখানো হবে ‘বিজয়া’র গল্পে।

‘মা, নদীর ওই পাড়ে কলকাতা আর এই পাড়ে বাংলাদেশ। তাহলে নদীটা কার?’ বিসর্জন ছবিতে পদ্মা তার শিশুপুত্রের এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি। এবার দেখার বিষয় ‘বিজয়া’ ছবিতে সে উত্তর মিলে কি না?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads