• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

টালিউড

সাবলীল শ্বেতা ভট্টাচার্য

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুন ২০২১

কলকাতার বাংলা নাটকের এ সময়ের আলোচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। তিনি এমন একজন শিল্পী যিনি, নিজের প্রথম ধারাবাহিক ‘সিঁদুর খেলা’তেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এখন ‘যমুনা ঢাকি’র প্রধান চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি ‘ভালোবাসা ডট কম’, ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘কনক কাঁকন’সহ পরপর ছটি বাংলা ধারাবাহিক পেরিয়ে এখন তিনি যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী! এরই মধ্যে মুম্বাইতে ‘জয় কানহাইয়া লাল কী’র মাধ্যমে হিন্দি ধারাবাহিকেও আত্মপ্রকাশ করেন। এ জন্য হিন্দি ভাষাও শিখেছেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে অনেক নামি-দামি পরিচালক তাকে প্রস্তাব দিচ্ছেন সিনেমায় অভিনয়ের। কিন্তু সিনেমা করতে ঘোর আপত্তি ধারাবাহিকে আকাশচুম্বী সাফল্য পাওয়া এ অভিনেত্রীর। কারণ তিনি মনে করেন, সিনেমায় অভিনয় করতে গেলেই তাকে শর্ট ড্রেস, স্লিভলেস ব্লাউজ পরতে হবে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হবে। শ্বেতা জানান, এসব করতে তার রুচিতে বাধে। এর বাইরে কোনো গল্প হলে অবশ্য আপত্তি নেই। কিন্তু তার এই মূল্যবোধ দেখে কোন পরিচালক তাকে সিনেমায় নিতে চাইবেন? প্রশ্নটি শ্বেতার। ব্যক্তিগত জীবনে যিনি কোনোদিনই স্বল্পবাস থাকেননি, অরুচিকর পোশাক পরেননি, সিনেমার প্রয়োজনে কেন সেটা তিনি মেনে নেবেন? যদি কোনোদিন তা মেনে নিতে পারেন, তখনই সিনেমায় আসবেন বলে জানালেন তিনি। তিন বছর বয়স থেকে ভরতনাট্যমের তালিম নিয়েছেন শ্বেতা। ছোট থেকে স্বপ্ন দেখতেন নৃত্যশিল্পী হওয়ার। একটি নাচের রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েও অসুস্থতার জন্য সরে আসতে হয় তাকে। তখনই রাজ চক্রবর্তীর তরফে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়িকা চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। মানসিকভাবে প্রস্তুত না থাকায় রাজি হননি তিনি। কিন্তু তার বেশ কিছুদিন পর ‘সিঁদুর খেলা’র কেন্দ্রীয় চরিত্রের প্রস্তাবটি আসা মাত্র আর মুখ ফেরাতে পারেননি এই অভিনেত্রী। শোবিজের কেউ কি কখনো কারো বন্ধু হতে পারে? এমন এক প্রশ্নে জবাবে কলকাতা নাটকপাড়ার এ সময়ের আলোচিত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অনেকটা সোজাসাপটা জানিয়ে দিলেন- না, ইন্ডাস্ট্রির কাউকেই তিনি তার বন্ধু বলে স্বীকার করেন না। ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু না থাকার কারণ হিসেবে শ্বেতা বলেন, ‘বন্ধুত্ব নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার। সহজে বিশ্বাস করে ঠকেছি অনেকের কাছে। তাই এখন ইন্ডাস্ট্রির কাউকে বন্ধু বলে স্বীকার করতেই পারি না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads