• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

টেনিস

চ্যাম্পিয়ন সিয়াটেকের বিদায়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন ২০২১

সরাসরি ৬-৪, ৬-৪ সেটে ম্যাচ জিতে সাক্কারি নিশ্চিত করেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী ছিলেন আট নম্বর বাছাই ইগা সিয়াটেক। বর্তমান চ্যাম্পিয়ন এই পোলিশ তারকা টানা দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ে ছিলেন ফেভারিট।

কিন্তু নিজের সেই ফেভারিট তকমা ধরে রাখতে পারেননি সিয়াটেক। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ২০২০ এর চ্যাম্পিয়নকে। তাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন গ্রিসের মারিয়া সাক্কারি। ১৭তম বাছাই সাক্কারি প্রথম সেটে ব্রেক নেন দুটি। ৬-৪ গেমে সেট জিতে ম্যাচে লিড নিয়ে নেন তিনি।

দ্বিতীয় সেটের শুরুতেই তাকে ব্রেক করেন সিয়াটেক। তবে ২-১ গেমে পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করেন গ্রিক তারকা। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমি ফাইনাল। এমন অর্জনে নিজেই অবাক সাক্কারি। ম্যাচ শেষে বলেন, ‘আমি জানি না কী বলব। স্বপ্ন সত্যি হলো। দারুণ একটা অনুভূতি।’ শেষ চারে তার প্রতিপক্ষ চেকরিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। কোয়ার্টার ফাইনালে আমেরিকার কোকো গফগকে সরাসরি ৭-০ (৮-৬), ৬-৩ সেটে হারান অবাছাই ক্রেইচিকোভা। এটি এই চেক খেলোয়াড়েরও প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল।

পুরুষ এককে ছিল না কোনো অঘটন। প্রত্যাশিত ভাবেই জয় পেয়েছেন দুই সেরা তারকা রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। রোলা গারোর শেষ আটে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজমানের বিপক্ষে এক সেট হারতে হয়েছে নাদালকে। শেষ পর্যন্ত ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ সেটে ম্যাচ জিতে সেমি নিশ্চিত করেন ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল। আরেক কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই নোভাক জকোভিচকেও খেলতে হয়েছে চার সেট। ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ সেটে হারান সার্বিয়ান গ্রেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads