• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

পর্যটন শিল্প

বিটিটিএফের পর্যটন মেলা শুরু ১৯ এপ্রিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

১৯ থেকে ২১ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে অষ্টম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। এ মেলা আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে।

গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন এ তথ্য জানান।  সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯ এপ্রিল সকালে এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি থাকবেন বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

তিন দিনের এ মেলায় দেশ ও বিদেশের প্রতিষ্ঠিত অনেক পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, ট্যুরিজম অথরিটি ও বিমান সংস্থা অংশ নেবে। অংশ নেওয়া দেশগুলো হলো- ভুটান, নেপাল, থাইল্যান্ড, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম এবং ভারতের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা।

তসলিম আমিন শোভন বলেন, নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, ভারতের পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই প্রথম ১৩টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রদর্শক এ মেলায় আসছেন।

এবারের মেলায় থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের জাদুঘর ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিষয়ে গোলটেবিল আলোচনা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ওপর একটি উপস্থাপনাও থাকবে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ২০ এপ্রিল বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীলঙ্কা ডান্স ট্রুপের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads