• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বাণিজ্য

আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২১

করোনার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৬তম আসর স্থগিত করা হয়েছে। 

ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের মেলা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ মেলা শুরু হবে।

তবে করোনার ঝুঁকি বিবেচনায় নিয়ে মেলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বুধবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। এ বছর আবার মেলা আয়োজন করা গেলে আমরা জানাবো।

এবার আরো অনেক বড় পরিসরে মেলার পরিকল্পনা ও আয়োজন চলছিল। শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ছিল ৩২ একর। সর্বশেষ মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

প্রসঙ্গত, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন।

এবার করোনার কারণে সেটা পিছিয়ে গত ১৩ ডিসেম্বর ইপিবির বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) মেলা উদ্বোধন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠায় ইপিবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads