• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বাণিজ্য

বর্ণিল আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করল স্মার্ট টেকনোলজিস

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২৩

নিউজ ডেস্ক: নানা আয়োজনে ব্যবসায়িক উদ্যোগের রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেড। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জহির স্মার্ট টাওয়ারের মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক মো. তানভীর হোসেন, সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান সুম শু লিং করণ ও কর্মকর্তা কিয়াও ইং, এবং সনি বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।
অনুষ্ঠানে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী সনি-স্মার্টের সকল শোরুমের সব পণ্যে ২৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় উপহারও পাবেন ক্রেতারা।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “২৫ বছর আগে খুব ছোট পরিসরে আমাদের কার্যক্রম শুরু করি। মাত্র তিন থেকে চারজন কর্মী নিয়ে স্মার্ট টেকনোলজিসের যাত্রা শুরু হয়। তাঁদের মধ্যে একজন এখনও আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদের ব্যবসার অন্যতম অংশীদার আমাদের চ্যানেল পার্টনাররা। আমরা বিশ্বাস করি পার্টনারশীপে। আমাদের ব্যবসার ৯০ ভাগই পার্টনারশীপের মাধ্যমে। পার্টনাররা হচ্ছেন আমাদের ব্যবসায়ের নিউক্লিয়াস। আমরা বিশ্বাস করি ‘গ্রো টুগেদার অ্যান্ড উইন টুগেদার’। আমাদের ২৫ বছরের যাত্রায় আমরা অনেক মূল্যবান পার্টনার তৈরী করেছি। তাঁরাই আমাদের সকল অর্জনের গর্বিত অংশীদার। ক্রেতা ও পার্টনারদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে আমরা চালু করেছি জি-ফাইভ পলিসি। এর আওতায় আমরা নিশ্চিত করছি জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন। সামনের দিনেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, দেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশনের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads