• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

যুক্তরাষ্ট্র

আপতত ইউক্রেন সফরে যাচ্ছেন না বাইডেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডাকে সাড়া দিতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার পক্ষে এই মুহূর্তে ইউক্রেন সফর করা সম্ভব হচ্ছে না।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে জানান, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে কিয়েভ সফরের পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সম্প্রচারিত দীর্ঘ এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি আশা করছেন বাইডেন কিয়েভ সফর করবেন।

তিনি বলেন, বলেন, ‘আমার মনে হয় তিনি (ইউক্রেনে) আসবেন। কিন্তু এটা অবশ্যই তাঁর সিদ্ধান্ত। এ ছাড়া এটা নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতির ওপর’।

এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভে পুনরায় দূতাবাস চালু করার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউজ। যদিও কবে দূতাবাস চালু হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads