• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

ছবি: বাংলাদেশের খবর

আবহাওয়া

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর ২০২১

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে শীত। তাপমাত্রা ওঠানামা করার কারণে শীতের প্রকোপ বাড়ছে। শীত বেশি হওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষদের।  রোববার (সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, উত্তর দিক থেকে বয়ে আসা হিমালের হিম বাতাস আর কুয়াশার কারণে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। টানা ১৩ দিন জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শীতের তীব্রতা ও তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে জেলা প্রশাসন বলছে, জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে গরিব, অসহায় ও শীতার্তদের মধ্যে ইতোমধ্যে ২২ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ করছে উপজেলা প্রশাসন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকাল রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরো কমতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads