• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আবহাওয়া

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড খুলনায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২২

আজ দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়।

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, তীব্র দাবদাহের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। তবে জনশূন্য হয়ে পড়েছে মহানগরীর অধিকাংশ স্থান ও সড়ক। সড়কে যানবাহন ও মানুষের ভিড় থাকলেও আজ রোববার তেমনটি নেই।

স্থানীয় বাসিন্দা করিম হোসেন বলেন, সকাল থেকেই অনেক গরম। বাজার করতে বের হয়েছিলাম। কিন্তু গরমের কারণে আর বাজার করা হয়নি।

সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ বলেন, আজ রোববার দেশে এখন পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা এটি। তবে খুলনার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads