• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বিশ্ব

ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০২১

কানাডার পশ্চিমাঞ্চলে ঝড়-বন্যায় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রবিবার রাতের তীব্র ঝড়ের পর এ অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়। ঝড় বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আটকা পড়েন অনেকে।

জানা গেছে হোপ নামে একটি শহরে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। রাজ্যটির কিছু শহরে তাপমাত্রা শূন্য ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী। পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে খাবার ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। বন্যায় হাজারো গবাদিপশুর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডার ফেডারেল সরকার।

৫শ' বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে মনে করছেন ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার। এর জন্য সরাসরি জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন স্থানীয় কর্মকর্তারা। এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ আছে ৩ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads