• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিশ্ব

কঙ্গোতে বিমান বিধ্বস্তে নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০২১

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে ঘটনাটি ঘটে। সাউথ কিভুর পরিবহন মন্ত্রীর বরাতে করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে স্থানীয় আরেক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থাটি বলছে, বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা পাঁচজন হতে পারে।

কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সাউথ কিভু প্রদেশের প্রধান শহর শাবুন্দা থেকে ১৫ কিলোমিটার দূরে কেইশা নামক একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।

সাউথ কিভু প্রদেশের পরিবহন মন্ত্রী ম্যাথিউ মালুমবি জানান, বিধ্বস্ত ওই বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন। এর মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি সেবার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন জীবিতদের অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া বিমান বিধ্বস্তের কারণ জানতেও তদন্ত শুরু হয়েছে।

বিধ্বস্ত ওই বিমানটির শাবুন্দা এয়ারফিল্ডে অবতরণের কথা ছিল। সেখানকার প্রশাসক কাশোমবানা বিন সেল জানান, বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। ভয়াবহ এ ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কঙ্গোর পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনার ঘটনা খুই সাধারণ। ২০১৯ সালে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads