• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

প্রতীকী ছবি

বিশ্ব

গ্রিসে নৌকা ডুবে নিহত বেড়ে ৩০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

গ্রিসে নৌকাডুবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দেশটির এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ছিল এবং তাদের সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী।

তারা তুরস্কের কেসমে ও বদরুম উপকূল থেকে ইতালি যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন। নৌকা থেকে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মধ্যে আটক করা ২ জন মানবপাচারকারী চক্রের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads