• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিশ্ব

দুবাইয়ে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দুবাইয়ে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। 

বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ ছাড়াও ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।

৯ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৪১৪৭ সকাল সোয়া ১০টায় ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বেলা ১১টায়। চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে উড়োজাহাজটি দুবাই পৌঁছাবে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায়।

যাত্রীদের দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কাজ শেষ করতে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশেষ ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৩২৯ টাকা। বিজনেস ক্লাসের একমুখী প্রতি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ফ্লাইটটির টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads