• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিশ্ব

কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২২

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে নিরাপত্তা বাহিনীকে সরকারবিরোধী বিক্ষোভকারীদেরকে কোনও রকম সতর্কতা ছাড়াই দেখামাত্র গুলির করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট তোকায়েভ বলেন, দেশটির প্রধান শহর আলমাতিকে ২০ হাজার 'ডাকাত' আক্রমণ করেছে।

কাজাখস্তানে গত কয়েকদিন ধরে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূত্রপাত। কাসেম তোকায়েভ এ অস্থিরতার জন্য কোনও প্রমাণ ছাড়াই বিদেশি 'প্রশিক্ষিত সন্ত্রাসীদের' দায়ী করেন।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায়, সহিংসতায় এ পর্যন্ত ২৬ জন 'সশস্র দুষ্কৃতকারী' এবং ১৮ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

টেলিভিশনের ওই ভাষণে সংকট সমাধানে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা দাবিকে 'হাস্যকর' বলে উল্লেখ করেছেন তোকায়েভ।

তিনি বলেন, খুনি ও অপরাধীদের সঙ্গে আলোচনার কী আছে? আমরা দেশি-বিদেশি সশস্ত্র অপরাধীদের মোকাবেলা করেছি। আরও স্পষ্ট করে বললে সন্ত্রাসীদের মোকাবিলা করেছি। তাই এদের আমরা ধ্বংস করব। আর এটা হবে খুব শিগগিরই।

গত ছয়দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads