• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিশ্ব

ইথিওপিয়ার তিগ্রেতে বিমান হামলায় নিহত ৫৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২২

ইথিওপিয়ার তিগ্রেতে বাস্তুচ্যুতদের একটি শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৬ জন। আহত হয়েছেন আরও ৩০ জন। 

বেশ কয়েকজন শিশুসহ আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার তিগ্রের উত্তর পশ্চিমে ইরিত্রিয়ার সীমান্তের কাছে দেদেবিত শহরে এক শরণার্থী শিবিরে হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে।

শুক্রবার দেশটির বেশ কয়েকজন বিরোধী নেতার মুক্তি ও রাজনৈতিক বিরোধীদের সাথে সরকারের সংলাপ শুরুর আশ্বাস দেয়ার একদিনের মাথায় এ হামলা হল। তবে এখোনও কেউ এই হামলার দ্বায় স্বীকার করেনি। তিগ্রে বিদ্রোহীদের সাথে সরকারের ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের পরিণত করা হচ্ছে লক্ষ্যবস্তুতে। 

এ বিষয়ে ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে ও সরকারের মুখপাত্র লেগেসে টুলু তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী আবে আহমেদের নারী মুখপাত্র বিলেন সেয়ুমও মন্তব্য করার অনুরোধে কোনো সাড়া দেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads