• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিশ্ব

মানবদেহে শূকরের হৃৎপিণ্ড সফল প্রতিস্থাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২২

ডেভিড বেনেট নামে যুক্তরাষ্ট্রের ৫৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম শূকরের হৃৎপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রায় ৭ ঘন্টার দীর্ঘস্থায়ী অপারেশনের ধকল সামলিয়ে তৃতীয় দিনে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছে বিবিসি।

বেনেটের জীবন বাঁচাতে অন্য কোন উপায় না থাকায় এ ধরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। জীনগতভাবে ধরণে মিল থাকায় শরীরে শূকরের হৃৎপিণ্ড স্থাপন করা গেলেও তিনি কত দিন সুস্থ থাকতে পারবেন, এ ব্যাপারে নিশ্চিত করে কোন তথ্য দিতে পারেননি চিকিৎসকরা।

বিভিন্ন কারণে মানব দেহ থেকে অঙ্গ প্রতিস্থাপনের অযোগ্য থাকায় বেনেটের জীবন নিয়ে শঙ্কা ছিল। এ বিষয়ে বেনেট বলেছেন: আমি জানি এ ধরণের অপারেশনের সিদ্ধান্তটি অন্ধকারে ঢিঁল ছোড়ার মতো একটা পদক্ষেপ ছিল, কিন্তু এ ছাড়া আর কোন উপায় ছিল না।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড’র মেডিকেল সেন্টারের ডাক্তারগণ এ কারণে তার বিশেষ এই অপারেশনের অনুমোদন দেন। এই অপারেশনের মাধ্যমে পৃথিবীতে অঙ্গ প্রতিস্থাপনের সংকট অনেকটা দূর হবে বলে মন্তব্য করেন সার্জন বার্তলে গ্রিফিথ ।

এর আগে ২০২১ সালের অক্টোবরে শূকরের শরীর থেকে কিডনি নিয়ে মানবদেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads