• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

বিশ্ব

বিশ্বজুড়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বিশ্বজুড়ে বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন। বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৬৪ হাজার ২৩৬ জন।

এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৩০ হাজার ৩৪৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩ জন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ হাজার ৮৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৪৯৪ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৫ পাঁচ হাজার ৯০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads