• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিশ্ব

বিশ্বে একদিনে ১০ হাজার ৬শ'র বেশি মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২২

বিশ্বে একদিনে ৩৫ লাখের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন ১০ হাজার ৬শ' মানুষ। এনিয়ে বিশ্বে মোট মৃত্যু ৫৬ লাখ ৪৫ হাজারের বেশি। আর মোট শনাক্ত ছাড়িয়েছে ৩৬ কোটি।

একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। তবে বেড়েছে প্রাণহানির সংখ্যা। নতুন করে দেশটিতে তিন হাজার ১শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, মহামারি শুরুর পর গত সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শনাক্ত বেড়েছে মেক্সিকোতেও। এক সপ্তাহে ব্রাজিলে দৈনিক সংক্রমণ বেড়েছে ১শ ৩৯ শতাংশ।

ওমিক্রনের প্রভাবে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়াসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। তবে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি-এ-টু ধরনটি মূল ধরনের তুলনায় আরও বেশি সংক্রামক বলে জানিয়েছেন ডেনমার্কের বিজ্ঞানীরা। এদিকে ফাইজারের পর এবার ওমিক্রনের বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ঘোষণা দিয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না।

এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩০ লাখ ৬২ হাজার ২৯৩ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার ৮৮৪ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০৩ জনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads