• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিশ্ব

কিয়েভে সর্বাত্মক হামলার আশঙ্কা ইউক্রেনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে রাশিয়ার নিক্ষিপ্ত মর্টারের আঘাতে দুই শিশু ও তাদের মা-সহ চারজনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। 

সোমবার (৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইরপিন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য যে রুট ব্যবহার করা হচ্ছে, সেখানে ভারী বোমা বর্ষণ করছে রাশিয়া। 

কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর ঢুকে পড়া এড়াতে একটি সেতু ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। সেই সেতু ব্যবহার করেই বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, মস্কোর দাবি না মানা পর্যন্ত রাশিয়ান সেনা কার্যক্রম বন্ধ করা হবে না। 

এদিকে মারিওপোল থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নিতে দ্বিতীয়বারের মতো চেষ্টাও ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য একে অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads