• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে ৩ পাইলট নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২২

দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সময় দুই বিমানের মধ্যে আকাশে সংঘর্ষ হয়েছে। এতে ৩ পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমানঘাঁটি কেটি-১ বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ঘটে এ দুর্ঘটনা। সেখানে ৩০ জনের বেশি দমকলকর্মী ও উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনা ও এর ক্ষতির কারণ নির্ধারণের জন্য একটি দল গঠন করা হয়েছে ।

সূত্র : রয়টার্স

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads