• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাহায্য করা সৌদি নাগরিক আটক

সংগৃহীত ছবি

বিশ্ব

মক্কায় ইহুদি সাংবাদিক

সাহায্য করা সৌদি নাগরিক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২২

ইসরাইলি সাংবাদিক গিল তামারিকে মক্কায় গোপনে প্রবেশে সাহায্য করায় এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

সাংবাদিক গিল তামারি ইসরাইলের চ্যানেল থার্টিনে কর্মরত। তিনি গোপনে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ক্লিপ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। এ নিয়ে সৌদি আরবসহ সারা বিশ্বে মুসলিমদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জনসাধারণের তীব্র প্রতিক্রিয়ার পর ইহুদি ধর্মের অনুসারী ওই সাংবাদিককে গোপনে সৌদি আরবে প্রবেশে সহায়তাকারীকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ জানায়, গিল তামারি অমুসলিমদের ওপর মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করেছেন। তিনি মক্কায় লুকিয়ে থাকার পর সোমবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। প্রায় ১০ মিনিটের ওই ভিডিওতে তামারিকে আরাফাত পর্বত পরিদর্শন করতে দেখা যায়। ওই স্থানটিতে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর হজ পালনের শেষ পর্বে প্রার্থনা করার জন্য সমবেত হন।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে তামারির নাম উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, তিনি একজন আমেরিকান নাগরিক। তিনি আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করেন।

ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার পর সাংবাদিক গিল তামারি এক বার্তায় বলেন, আমি জানি, যা করেছি তা বেআইনি। তবে শুধু মুসলিম ভাই-বোনদের জন্য গুরুত্বপূর্ণ জায়গাটি দেখাতে চেয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads