• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বিদেশ

রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা অস্ট্রেলিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মার্চ ২০১৮

বিশ্বজুড়ে রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের হিড়িকে যোগ এবার যোগ দিল অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, ‘ব্রিটেনে স্বপক্ষত্যাগী রুশ গুপ্তচরকে হত্যার ঘটনা আমাদের সবার উপর হামলার সামিল।’ বিবিসি জানানয়, অস্ট্রেলিয়া দুই জন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। এই দুই জন কূটনীতিককে তারা ‘ছদ্মবেশী গুপ্তচর’ বলে আখ্যায়িত করেছে।

এর আগে একযোগে রুশ কূটনীতিক বহিস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রসহ এর নেটো ও ইউরোপীয় মিত্র দেশগুলো। সোমবার রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সিয়াটলে বন্ধ কওে দেয়া হয়েছে রাশিয়ার কনস্যুলেটও। ট্রাম্পের বহিষ্কারাদেশ প্রাপ্তদের ৪৮ জন ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের গোয়েন্দা কর্মকর্তা এবং ১২ জন নিউ ইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে রুশ মিশনে কর্মরত আছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, ‘যুক্তরাজ্যের মাটিতে রাশিয়ার প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ব্যবহার এবং বিশ্বব্যাপী রাশিয়ার চলমান অস্থিতিশীল কর্মকান্ডের জবাবে যুক্তরাষ্ট্র এর নেটো ও অন্যান্য মিত্রদেশগুলোর সঙ্গে মিলে সমন্বিতভাবে এ পদক্ষেপ নিয়েছে।’ যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ইউক্রেইন, কানাডা এবং ইউরোপের আরো নানা দেশসহ মোট ২০ টি দেশ থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকের ১০০ ছাড়িয়ে গেছে।

ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘রাশিয়া সরকারকে আমরা বলতে চাই; যখন আপনি আমাদের মিত্রদের আক্রমণ করবেন, তখন আপনাকেও গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।’

রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর এ ‘উস্কানিমূলক’ পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করে। জবাবে রাশিয়াও ২৩ ব্রিটিশ কূটনীতিককে বরখাস্তের আদেশ দেয়।

চলতি বছরের ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে তার দেশে নার্ভ এজেন্ট ব্যবহারের ‘ধৃৃষ্টতা দেখানোর’ ব্যাখ্যা দিতে রাশিয়াকে ১৩ মার্চ মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। ওই সময়ের মধ্যে জবাব না দিয়ে রাশিয়া উল্টো যুক্তরাজ্যের দিকেই অভিযোগের আঙুল তোলে। প্রতিক্রিয়ায় ২৩ কূটনীতিককে ব্রিটেন থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার ইইউ সদস্য দেশগুলো এ বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads