• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মার্চ ২০১৮

মিয়ানমারের নতুন প্রেসিডেন্টে হিসেবে  উ উইন মিনত শুক্রবার শপথ গ্রহণ করেছেনে। ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশনে তিনি এ শপথ নেন। সিনহুয়া জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পার্লামেন্টের স্পিকার উ মহন উইন খয়িং থানের উপস্থিতিতে নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিনত সোয়ি ও নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়োও শপথ গ্রহণ করেন।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট হাইটিন কাইয়ার পদত্যাগের পর সাংবিধানিক কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।

২০১৫ সালে বিপুল বিজয়ের পরও সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে সুকি প্রেসিডেন্ট হতে পারছেন না। কারণ, সুকি’র স্বামী বিদেশী নাগরিক। দেশটির সংবিধান অনুযায়ী বিদেশী নাগরিককে বিয়ে করা কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না।

সুকিকে স্টেট কাউন্সিলর হিসাবে প্রেসিডেন্টের চাইতে বেশী ক্ষমতা দেয়া হয়। কিন্তু তার কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট সামরিক বাহিনীর সর্মথিত প্রেসিডেন্ট প্রার্থী মাইনত সিকে পরাজিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads