• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

কাশ্মীরে সেনা অভিযানে ৮ জঙ্গি নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৮

জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী ভারতীয় অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে জম্মু-কাশ্মীরের দুই জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলে। সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়,  পৃথক দুই লড়াইয়ে আট জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার জওয়ান আহত হয়েছেন বলেও জানায় তারা।

সোপিয়ানে জঙ্গিদের একটি দল লুকিয়ে আছে—এই খবর পাওয়ার পরই শনিবার রাতে অভিযান চালায় সেনাবাহিনী। সেনাদের গুলিতে সেখানে মৃত্যু হয় ছয় জঙ্গির। অন্যদিকে, শনিবার ভোর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দিয়ালগাম এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়। এখানে মৃত্যু হয় আরও দুই জঙ্গির। এক জঙ্গিকে জীবীত আটক করা হয়েছে।

তবে, সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত জঙ্গিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তারা পাকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে জঙ্গিরা প্রত্যেকেই পাক মদদপুষ্ট কোনও জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করছে তারা।

জঙ্গি নাশকতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বানিহাল এবং শ্রীনগরের মধ্যে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় ইন্টারনেটও বন্ধ করা হয় বলেও খবর।

তিন দিনে দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলায় দু’জন স্পেশাল অফিসারের মৃত্যু হয়েছে। পাশাপাশি পাল্টা অভিযানও চালায় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৩০ জন জঙ্গি খতম হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads