• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০২১

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে আলোচনায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শনিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ০৩ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্ক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

এর আগে, নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অভিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে বিশ্বনেতাদের সামনে ৬ দফা দাবি তুলে ধরেন। ভাষণের শুরুতেই করোনা সংকট মোকাবেলায় সবাইকে এক হতে আহ্বান জানান। সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিতের পাশাপাশি করোনা টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব দেশে প্রযুক্তি সহজলভ্য করা প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া আফগানিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে দেশটির জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads