• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

অ্যাথলেটিকস

বাংলাদেশ গেমসে যত রেকর্ড

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

গতকাল শনিবার শেষ হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এবারের আসরে বেশ কিছু ইভেন্টে রেকর্ড হয়েছে। এবারের গেমসে ৬০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ক্রীড়াবিদরা। এর মধ্যে ভারোত্তোলনে ৩৪টি, সাইক্লিংয়ে ১৩টি, সুইমিংয়ে ১১টি, আরচারিতে ১টি এবং অ্যাথলেটিকসে ১টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

ভারোত্তোলন : পুরুষেদের ৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১০৬ কেজি তুলেছেন মোস্তাইন বিল্লাহ। ৬৭ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন আনসারের বাকী বিল্লাহ। ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১৪ কেজিতে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ। ৭৩ কেজিতে স্ন্যাচে ১১৮ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর হামিদুল ইসলাম। ৮১ কেজি ওজন বিভাগে রুপা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১১৭ কেজি তুলেন সেনাবাহিনীর মনোরঞ্জন রায়। ৮৯ কেজি ওজন বিভাগে রেকর্ড ২৭৩ কেজি তুলেন আনসারের সাখায়েরত হোসেন প্রান্ত। ১০২ কেজি ওজন বিভাগেই রেকর্ড দুটি হয়। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন। ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে তিনটি রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজিতে সোনা জয়ের পথে সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মুমীন মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়েন। মহিলা বিভাগে ৪৯ কেজি ওজন শ্রেণিতে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৬৬ কেজি তোলেন সেনাবাহিনীর স্মৃতি আক্তার। ৫৫ কেজিতে আনসারের ফুলপতি চাকমা ক্লিন অ্যান্ড জার্কে ৮৪ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন। ৫৫ কেজিতে স্ন্যাচে ৬৭ কেজি তুলে নতুন রেকর্ড গড়ে রুপা জেতেন সেনাবাহিনীর মার্জিয়া। ৫৯ কেজির স্ন্যাচে ৬৬ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন আনসারের ফাহিমা আক্তার ময়না। তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ৬৪ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি তোলেন, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি উত্তোলন করেন। দুই বিভাগ মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে গড়েন আরো একটি রেকর্ড। ৭১ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া। ৮১ কেজিতে সেনাবাহিনীর মুনিরা কাজী ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি তুলে রেকর্ড গড়েন। ৮৭ কেজি ওজন বিভাগে তিনটি রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর তানিয়া খাতুন। ঊর্ধ্ব-৮৭ কেজিতে সেনাবাহিনীর নাজনিন আক্তার মুন্নি ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়েন। ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে ৫৭ কেজি তুলে রেকর্ড গড়েছেন আনসারের সোয়াইবা রোকাইয়া।

সাইক্লিং : পুরুষ বিভাগে ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে সেনাবাহিনী ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ৪০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুটে বর্ডার গার্ড বাংলাদেশের সবুর খান ৫ মিনিট ৫৭.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ১৬০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। নারী বিভাগে ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ৩৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ৮০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে সেনাবাহিনী ১ মিনিট ১১.১৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুটে সেনাবাহিনীর সুবর্ণ বর্মা ৩ মিনিট ১৭.০২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর শিল্পী খাতুন ১৫.৯৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ৩৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে।

সুইমিং : পুরুষ বিভাগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২ মিনিট ১৬.১২ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাজিদ ৫৬.৭১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর। ২০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ৫০ মিটার ব্যাকস্ট্রোক সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২৭.৯৭ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফয়সাল। ৪–১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনী ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ডে রেকর্ড গড়েন। নারী বিভাগে ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ১ মিনিট ৭.১২ সেকেন্ডে নতুন রেকড গড়েন। ৫০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ৩০.৬৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন।

আরচারি : আরচারির কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড গড়েন পুলিশের অসীম কুমার দাস। ৭২টি তির ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড ও গেমস রেকর্ড করেন তিনি।

অ্যাথলেটিকস : অ্যাথলেটিকসের নারীদের ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর শিরিন আক্তার ২৪.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads