• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শেষ আটে বাংলাদেশের  প্রতিপক্ষ কোরিয়া

সংগৃহীত ছবি

অ্যাথলেটিকস

শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২২

বাহরাইনে চলতি এশিয়া অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইরাককে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল শেষ ১২-তে। শুক্রবার শেষ ১২-র লড়াইয়ে বাংলাদেশ চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে হারিয়ে।

বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে কাতারের বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়। পাঁচ সেটের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩-২ ব্যবধানে।

প্রথম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৩-২ সেটে। পাঁচ সেটে ম্যাচ গড়ানোয় এক পয়েন্ট পায় বাংলাদেশ। সেই এক পয়েন্টের কল্যাণেই গ্রুপ সেরা হয়ে ১৭ দলের প্রতিযোগিতায় সেরা ১২-তে উঠেছিল বাংলাদেশ।

শুক্রবার কাতারের বিপক্ষে প্রথম সেটে ২০-২৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৫-১৯ ব্যবধানে জিতে সমতা আনে। তৃতীয় সেট বাংলাদেশ জেতে ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে দারুণ লড়েও হেরে যায় ২৩-২৫ পয়েন্টে। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। শেষ সেটের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা বাংলাদেশ জিতে নেয় ১৫-৯ পয়েন্টে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে দক্ষিণ কোরিয়া। শেষ ১২-র লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads