• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিনিয়োগকারীদের অর্থ ফেরত অনিশ্চিত

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

বানকো সিকিউরিটিজ

বিনিয়োগকারীদের অর্থ ফেরত অনিশ্চিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০২১

অর্থ আত্মসাতের ঘটনায় বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা, পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডিএসইর সঙ্গে সমঝোতা করার কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের অর্থ পাওয়ার বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে বানকো সিকিউরিটিজ কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে। বানকোর চেয়ারম্যান আব্দুল মুহিত এই মামলায় এখন কারাগারে। মামলার পর গ্রাহক অ্যাকাউন্টের অর্থ ফেরত দিতে চেয়ে ডিএসইর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বানকো সিকিউরিটিজের পক্ষে শফিউল আজম এবং মুনিম চৌধুরী।

গত মঙ্গলবার (৬ জুলাই) বানকোর সিকিউরিটিজের প্রতিনিধিরা ডিএসইর সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য বৈঠক করেন। কিন্তু সব অর্থ তারা ফেরত দিতে চায় না। বানকো সিকিউরিটিজ চায় ৫ কোটি টাকা ফেরত দেওয়ার শর্তে প্রতিষ্ঠানটি চালু করতে। কিন্তু ডিএসই থেকে বলা হয়েছে একটি প্রস্তাবনাসহ গ্রাহক অ্যাকাউন্টের আত্মসাতের ন্যূনতম ৪০ কোটি টাকা ফেরত দিতে হবে। তাহলে প্রতিষ্ঠানটির বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বানকো সিকিউরিটিজ দাবি করছে গ্রাহক অ্যাকাউন্টের অনেক অর্থই তারা বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে। ফলে ৫ কোটি টাকা দিয়ে তারা চালু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে ডিএসই তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে  বিনিয়োগকারীদের ‘নো অবজেকশন’ দিলে বিষয়টি নিয়ে ডিএসই আলোচনা করবে বলেও জানিয়েছে। 

ডিএসই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী বলেন, বানকো সিকিউরিটিজের প্রতিনিধিরা টাকা ফেরত দিতে চেয়ে গত মঙ্গলবার ডিএসইতে এসেছিল। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বলেছে অর্থ ফেরত দিতে চায় কিন্তু পরিমাণ কম। ডিএসই থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে, বিনিয়োগকারীদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিলেই এ বিষয়ে পরবর্তী আলোচনা করা হবে। কিন্তু গত বুধবার (৭ জুলাই) পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

-

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads