• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
'কঠোর লকডাউনেও' দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

'কঠোর লকডাউনেও' দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

  • রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২১

কঠোর লকডাউনে মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঈদ পরবর্তীতে দৌলতদিয়া ঘাটের চিরচেনা সেই রূপ আর নেই।দেশের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে অনেকটা ফাঁকা অবস্থায় ফেরিগুলোকে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ঘাটে আসা সাধারন যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

সরেজমিন শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন শনিবার ভোর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখি যাত্রীদের চাপ ছিল। এ সকল যাত্রীরা অটোরিক্সা, থ্রীহুইলাসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাটে পৌছাচ্ছেন। অনেক শ্রমজীবি মানুষকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে পায়ে হেটে ফেরি ঘাটে পৌছান। চলাচলকারী ফেরিগুলো ঘাটে আসা যানবাহন এবং বিপাকে পড়ে আসা মানুষ নিয়েই ঘাট ছেড়ে যাচ্ছে। তবে ঢাকা-খুলনা মহাসড়ক অনেকটাই ফাঁকা। একেবারে বিপাকে পড়া মানুষজন বৃষ্টির মধ্যেই বাইরে বের হয়েছে। কেউ পায়ে হেঁটে আবার কেউ মাথায় পলিথিন মুড়ে বা রিক্সায় করে দৌলতদিয়া ঘাটে এসে নামছেন। আবার অনেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা বা মাহেন্দ্র রিজার্ভ করে ঘাটে আসছেন। তারা কোন বাধার সম্মুখিন না হয়েই সরাসরি ফেরিতে উঠছেন। ফেরিতে ব্যক্তিগত কিছু গাড়ি, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও আগত যাত্রীদের নিয়েই পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

সকাল ১১ টার দিকে দেখা যায়, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে প্রায় ৫০০’শর মতো যাত্রী, শতাধিক মোটর সাইকেল ও ৪টি ব্যক্তিগত যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৫টি ফেরি রয়েছে। যখন যে ঘাটে যাত্রী ও যানবাহন জমে যাচ্ছে তখন সে ঘাট থেকেই ফেরি ছেড়ে যাচ্ছে।
এছাড়া একটি মাঝারী আকারের ভিআইপি ফেরি রাখা হয়েছে। যে কোন মুহুর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে তাদেরকে পারাপার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads