• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০২১

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

ঘনকুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১২টা থেকে নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন জানান, বুধবার দিবাগত রাতে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এ কারণে রাত ১২ টার দিকে এ নৌরুটে মার্কিন বাতি দৃষ্টি সীমার বাইরে চলে যায় এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে কুয়াশার ঘনত্ব কমলে সকাল ১০ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমান এ রুটে ছোট-বড় ১৪ টি ফেরি চলাচল করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads