• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
যাত্রীর চাপে ভেঙে গেল ট্রেনের স্প্রিং, ভোগান্তি চরম

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

যাত্রীর চাপে ভেঙে গেল ট্রেনের স্প্রিং, ভোগান্তি চরম

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২২

কমলাপুর থেকে রাত তিনটায় ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের স্প্রিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে আটকা পড়েছে। এতে চরম ভোগা‌ন্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

শুক্রবার সকাল পৌনে ৬ টায় বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদ কেন্দ্র করে ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি রেল কর্তৃপক্ষের।

বঙ্গবন্ধু রেল স্টেশন মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন‌টি অতিরিক্ত যাত্রীর কারণে কয়েক‌টি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেন‌টি সকাল পৌনে ৬ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশনে আসে। ট্রেন‌টি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল‌ের মেরামত কাজ শুরু হয়। ট্রেনের পাঁচ‌টি ব‌গি ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। তিন‌টি ব‌গির মেরামত কাজ শেষ হয়েছে। আ‌রও দুটি ব‌গির মেরামত শেষে হলেই ট্রেন‌টি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে ট্রেনে আটকা পড়া অনেক যাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ্য হয়ে পড়েছে।

সেলিম নামে এক যাত্রী বলেন, আমরা ৬ ঘন্টা ধরে আটকা পড়ে আছি, এখানে নেই কোন পানির ব্যবস্থা, তাছাড়া অনেক নারী ও শিশুরা অসুস্থ্য হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads