• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভীড়

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভীড়

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২২

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় দেখা যায়। গতকাল শুক্রবার সকাল থেকেই ঘাটে ঘরমুখো মানুষের ঢল নামে। ফেরি, লঞ্চ ও স্পিডবোটে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে সবাই। যাত্রীদের ভিড়ের কারণে যানবাহন পারাপার না করে শুধু যাত্রী পারাপার করছেন ফেরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাদাগাদি করে বাড়ি ফিরে যাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ।

আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি স্বল্পতার কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চে ও আরিচা-নগরবাড়ি নৌ-রুটে লঞ্চ, স্পিডবোটে ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বেশি নিয়ে নদী পারাপার করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, পদ্মা-যমুনায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। নদীতে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে নদী পারাপারের জন্য এক থেকে দেড় ঘন্টা করে অপেক্ষায় থাকতে হচ্ছে বলে যাত্রীরা জানান। পদ্মা সেতু চালু হওয়ার পর আগের মতো ঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে না যাত্রীদেরকে। ঈদের আনন্দ নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন তারা। এছাড়া, ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারনে ঘাট এলাকায় আসতে সময় লাগছে বলে বিভিন্ন বাসের যাত্রীরা জানিয়েছেন। তীব্র গরমের মধ্যে ঈদে ঘরে ফেরা শিশু ও বৃদ্ধ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা অফিস সুত্রে জানা গেছে, এ নৌ-রুটে চলাচলরত বেশির ভাগ ফেরি দীর্ঘ দিনের পুরানো হওয়ার কারণে নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে ঘাটে ভিড়তে ফেরিগুলোর স্বাভাবিক সময়ের চেয়ে দুই গুণ লেগে যাচ্ছে।

কয়েকজন চালক-শ্রমিক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় গাবতলী থেকে বাস ছেড়ে দুপুর ২টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছান। দুই ঘন্টার রাস্তায় ৩-৪ ঘন্টা লেগে গেছে। ঘাটে আসার পর প্রায় দেড় ঘন্টা অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হয়েছে। তবে গত ঈদের মতো ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি । পূর্বের তুলনায় অনেকটা স্বস্তিতেই যাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, গতকাল শুক্রবার যাত্রীদের যাত্রীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। আজ শনিবারও যাত্রীর চাপ থাকার আশংকা করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads