• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আইসিবি ও আইএফআইসি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা গ্রেফতার

ছবি: প্রতীকী

অপরাধ

আইসিবি ও আইএফআইসি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৮

অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মণ্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।

কারাগারে যাওয়া ওই তিন আসামির বিরুদ্ধে পুঁজিবাজারে কেলেঙ্কারির ঘটনায় তিন কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গতকাল দুপুর ২টায় রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে দুদক। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পক্ষে স্পেশাল পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ফিরোজ উদ্দিন প্রমুখ আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় বলা হয়, ২০০৯, ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনার সময় আসামিরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে আইএসটিসিএলের তিন কোটি সাত লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা আত্মসাৎপূর্বক ওই প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেছেন। ওই অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মো. সামছুল আলম আকন্দ, ধনঞ্জয় কুমার মজুমদার ও মো. শরিকুল আনাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads