• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

অপরাধ

ভাড়া বাসায় ছাপাখানা বসিয়ে তৈরি হচ্ছে জাল স্ট্যাম্প, কোর্ট ফি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুন ২০২১

ভাড়া বাসায় ছাপাখানা বসিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি প্রস্তুতকারী সিন্ডিকেটের হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এসময় জব্দ করা হয়েছে বিশ কোটি দুই লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি, স্ট্যাম্প তৈরির সরঞ্জাম, স্ট্যাম্প বিক্রির নগদ তিন কোটি ৬০ লাখ টাকা।

যাত্রাবাড়ীর মাতুয়াইলের দক্ষিণপাড়ায় 'জননী হাউজ' নামে ভবনের নিচতলায় গোডাউনের মতো একটি কক্ষ। সেখানে জার্মানির হাইডেলবার্গ কোম্পানির এই মেশিনটি থেকে প্রতি মিনিটে দুই হাজার থেকে আড়াই হাজার কপি প্রিন্ট বের করতো অপরাধী চক্র। প্রিন্ট হওয়া প্রতিটি পাতায় ৫০০ টাকা মূল্যমানের ২০০টি করে স্ট্যাম্প প্রিন্ট করছিলো তারা। সে হিসেবে ঘণ্টায় মেশিনটি থেকে বের করে আনা সম্ভব আড়াই কোটি টাকা মূল্যমানের স্ট্যাম্প। দীর্ঘদিন ধরে ১০ থেকে ৫০০ টাকাসহ বিভিন্ন মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিলো চক্রটি।

স্বল্প খরচে দ্রুততার সাথে এসব নকল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে দালালদের মাধ্যমে ছড়িয়ে দেয়া হতো সারা দেশের পোস্ট অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে।

আটক ব্যক্তিরা জানান, অনেক আগে এখানে কিছু লোক আসতো এটা নিতে। তারপর থেকেই মূলত এই কাজের রাস্তাটা বের করা হয়। একটা কালার দেখলেই সেই কালারের অনেক স্ট্যাম্প বা কোর্ট ফি তৈরি করা সম্ভব।

দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি এসব ছাপিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করেছে। এতে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উপ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ) মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এটা শুধুমাত্র জাল রেভিনিউ তৈরির কাজে ব্যবহার করা হতো। এই বাসাটা অনেক গোপন একটি এলাকার মধ্যে। বাসাটাও সেভাবে ভাড়া নেয়া হয়েছে। রেভিনিউ স্ট্যাম্প ছাড়া আর কোন কিছু এখানে তৈরি হয় কিনা এরকম কোন তথ্য বা উপাদান পাওয়া যায়নি।

অপরাধী চক্রের কাছ থেকে জব্দ কাগজ ও সরঞ্জাম থেকে আরো শত কোটি টাকার মূল্যের জাল কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প ছাপানো যেতো বলে জানিয়েছে পুলিশ। এ ধরণের চক্রের সন্ধান পেলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার আহ্বান পুলিশের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads