• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অপরাধ

বেনাপোলের কিশোরীকে ভারত পাচার, অভিযুক্ত ৪

  • বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২১

যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পাটবাড়ি গ্রামের এক কিশোরীকে ভারতে পাচার মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন সিআইডির পরিদর্শক জিয়াউর রহমান।

অভিযুক্তরা হলো, বেনাপোল পাটবাড়ি গ্রামের শাহজাহানের মেয়ে লিপি খাতুন, ছেলে টুটুল হোসেন, তুহিন হোসেন ওরফে কালু মিয়া ও মৃত রমজান মোড়লের মেয়ে মিনা বেগম। 

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী ও আসামিদের বাড়ি পাশাপাশি। কিশোরীকে প্রায় সময় আসামিরা ভালো বেতনে ভারতে চাকরির প্রস্তাব দিয়ে আসছিল। বাড়ির লোকজন প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা ফুঁসলিয়ে ২০১৯ সালের ১ এপ্রিল বাড়ির লোকজনের অগচোরে পুটখালি চরের মাঠ দিয়ে ওই কিশোরীকে ভারতে পাচার করে। বিষয়টি জানাজানির পর কিশোরীর পরিবারের লোকজন আসামি কালু মিয়ার কাছে জানতে চাইলে সে বলে ভারতে তার মেয়ে জামাইয়ের কাছে আছে।

মেয়েকে ফিরিয়ে আনতে বলা হলেও আসামিরা আজ না কাল বলে ঘোরাতে থাকে। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ওই কিশোরীর পিতা বেনাপোল পোর্ট থানায় মানবপাচার দমন আইনে মামলা করেন। 

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, আসামিরা ওই কিশোরীর প্রতিবেশী। প্রায় সময় আসামি লিপি খাতুনের কাছে থাকত ওই কিশোরী। কিশোরীর পরিবারের অভাব অনাটনের সুযোগ নিয়ে আসামিরা তাকে ভালো চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করে দেয়। পরবর্তীতে ওই কিশোরী দেশে ফিরে আসে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে মানবপাচারের সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে দুইজনকে আটক দেখানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads