• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

অপরাধ

কিশোরীকে আটকে রেখে পতিতাবৃত্তি করানোর অভিযোগ, নারী গ্রেপ্তার

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২১

দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদে এক কিশোরীকে ভাড়া ফ্লাটে আটকে রেখে পতিতাবৃত্তি করানোর অভিযোগে মারিয়া আক্তার পলি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে পলি ও তার স্বামী সামিউল ইসলামের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা করলে বুধবার হাসানাবাদ থেকে পলিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলির স্বামী পলাতক রয়েছেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চাকরি দেয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ২০ দিন ফ্লাটে আটকে রাখেন পলি ও সামিউল দম্পতি। ওই সময় জোরপূর্বক ওই কিশোরীকে দিয়ে দেহ ব্যবসা করাতো তারা। সুযোগ বুঝে পালিয়ে এসে ওই কিশোরী বুধবার আমাদের কাছে অভিযোগ দেন। পুলিশের একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে পলিকে গ্রেপ্তার করে। পলি ও তার স্বামীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলা করেছেন।

কোন্ডার বাসিন্দা নিরব নামে এক যুবক অভিযোগ করেন, পলি ও তার স্বামীর পেশাই হল নানাভাবে মানুষকে ব্ল্যাকমেইল করা। পাশাপাশি কিশোরী বয়সের মেয়েদের চাকরির কথা বলে দেহ ব্যবসা ও পাচার করতো সে।

নিরব বলেন, কয়েকদিন পূর্বে একটি অনুষ্ঠানে পলির সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সে আমার সঙ্গে কিছু ছবি তোলে। পরে সেই ছবি দেখিয়ে আমার কাছে দেড় লাখ টাকা দাবি করে। অন্যথায় আমার স্ত্রীর কাছে এসব ছবি পাঠাবে ও আমার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দেয়ার হুমকি দেয়।

পানগাওয়ের বাসিন্দা মেঘা আক্তার জুথী বলেন, পলি বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরী মেয়েদের সংগ্রহ করেন। এরপর দেহ ব্যবসাসহ ওইসব মেয়েদের দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads